মার্কিন সেনাবহরে ভয়াবহ বোমা হামলা, বহু হতাহতের আশঙ্কা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৪:৫৯ অপরাহ্ণ |
মার্কিন সেনাবহরে ভয়াবহ বোমা হামলা, বহু হতাহতের আশঙ্কা

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন সেনাবহরে বোমা হামলা চালিয়েছে তালিবান। শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এই হামলা চালানো হয়। হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তালিবান। ন্যাটোর মুখপাত্র ও আফগানিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় এখন পর্যন্ত হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এই হামলায় অনেকেই হতাহত হয়েছেন।

হামলা সম্পর্কে আফগানিস্তানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা বলেন, কান্দাহার প্রদেশের দান্দ জেলায় হামলা চালানো হয়েছে। এ সময় বোমাটি মার্কিন এক সাঁজোয়া যানে আঘাত হানে। বিদেশি সেনারা এলাকাটি ঘিরে রেখেছে। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি আফগান সেনারাও সেখানে যেতে পারছে না।

ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে হতাহত সম্পর্কে কিছু জানাতে চাননি তিনি।

এ দিকে তালিবানের মুখপাত্র ক্বারী ইউসুফ হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সাঁজোয়া যানের ভেতরে থাকা সব মার্কিন সেনা হামলায় নিহত হয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে