বেলকুচিতে জেলা পরিষদের কম্বল বিতরন
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা পরিষদের উদ্যোগে ৬শ কম্বল বিতরন করা হয়েছে। শনিবার দিন ব্যাপী উপজেলার ধুকুরিয়া বেড়া, দৌলতপুর ও বেলকুচি ইউনিয়নে তিনটি স্থানে অসহায়দের মাঝে এই কম্বল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, হাজী খোরশেদ আলম, গাজী নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল আহমেদ, শহিদুল ইসলাম তালুকদার, প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লতিফ বিশ্বাস বলেন, দেশকে এগিয়ে নিতে যেমন আওয়ামীলীগ কাজ করে, তেমনি বিপদেও মানুষের পাশে থাকে। প্রচন্ড শীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে মাঠে নেমেছি। এ কাজে সবাইকেই এগিয়ে আসা উচিৎ।