নিয়ামতপুরে অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : “এখন সময় আমাদের, এখন সময় বাংলাদেশের” প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদের মেইন গেইট থেকে র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার স্থায়ী মঞ্চের সামনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদের নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন প্রমুখ।