গোদাগাড়ীতে শীতার্ত ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৫:১২ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে শীতার্ত ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ফার্সাপাড়া রক্ষাগোলা সংগঠন প্রাঙ্গণ ও গোগ্রাম ইউনিয়নের গুণিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শীতার্ত ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার সিসিবিভিও-রাজশাহীর উদ্যোগে, রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে ও ইয়থ ভয়েসের সহায়তায় এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী প্রসেন এক্কা, সিসিবিভিওর প্রতিনিধি নিরাবুল ইসলাম, শাহাবুদ্দিন সিহাব, নিরঞ্জন কুজুর, ভবেস লাকড়া, ইমরুল সাদাত, প্রেম চাঁদ এক্কা ও ইয়থ ভয়েসের প্রতিনিধিগণ। ৩০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ২৫০ জন শীতার্ত জনগণকে ১টি করে কম্বল প্রদান করা হয়। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ কম্বল পেয়ে অত্যন্ত খুশি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে