বাগমারায় মাড়িয়া ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, মাড়িয়া ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে ইউনিয়ন আ’লীগের ভিত্তি আরো দৃঢ় হলো। তৃণমূল আ’লীগকে সু সংগঠিত করতে ইউনিয়ন আ’লীগের এই সম্মেলন বিরাট ভূমিকা রাখবে। ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতি প্রমান করে তৃণমূল আ’লীগ কত সংগঠিত।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ’লীগ সংগঠন স্বাধীনতার পক্ষের সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সেই রেখে যাওয়া সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন প্রমান করেছে দেশের জনগণ আজও সেই মহান নেতার আর্দশকে ধারণ করে এগিয়ে চলেছে। আগামী দিনে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
শনিবার উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে এ সকল কথা বলেন তিনি। উপজেলা আ’লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে মাড়িয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান আসলাম আলী আসকান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক।
ইউনিয়নের সালেহা ইমাতর ডিগ্রী কলেজ চত্বরে ইউনিয়ন আ’লীগ কর্তৃক আয়োজিত ত্রি-বাষিক সম্মেলনে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, আলফোর রহমান, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, লুৎফর রহমান, সোলাইমান আলী হিরু, জাহাঙ্গীর আলম, হাচেন আলী, বকুল খরাদী, উপাধ্যক্ষ আব্দুল বারী, মাসুদ আলম টনি, রনজিত কুমার, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আজাহারুল হক, আব্দুল হাকিম প্রামানিক, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ। উক্ত কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাড়িয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সকালে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা কবুতর ও বেলুন ছেঁড়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।