পুঠিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৬:১২ অপরাহ্ণ |
পুঠিয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, সহকারী কমিশনার (ভূূূূমি) রুমানা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক,কৃষি অফিসার সামছুন্নাহার ভূইয়া, আ’লীগ নেতা অধ্যক্ষ গোলাম ফারুকসহ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ জনসাধারণ অংশ নেয়।

উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত কনসার্টের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ও উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণিল আতশবাজিরও আয়োজন করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে