ভোট চাইতে পারবেন না এমপিরা: সিইসি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
ভোট চাইতে পারবেন না এমপিরা: সিইসি

পদ্মাটাইমস ডেস্ক :  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চাইতে বা নির্বাচনে সমন্বয়ের দায়িত্ব পালন করতে পারবেন না এমপিরা। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।

সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ফের বৈঠকে বসে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিইসি কে এম নুরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও বেগম কবিতা খানম বৈঠকে অংশ নেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে