পবায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার নওহাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা, শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সকাল থেকে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হায়াত, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী।