সুজানগরে ভিটামিন এ ক্যাপসুল খেলো শিশুরা
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মত সুজানগরেও ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারেও ৬-১১ মাসের শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার(১১ জানুয়ারী) সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলে বিকাল ৪টা পর্যন্ত।
এর আগে এদিন সকালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে উপজেলায় এ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফিরোজ কবির বলেন ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ,শিশুদের পুষ্টিহীনতা দেখা দেয়। ভিটামিন ‘এ’ এর অভাবে কোনো শিশু যাতে দৃষ্টি না হারায়,একটি শিশুও যাতে পুষ্টিহীনতায় না ভোগে সে লক্ষ্যে সরকার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোরশেদ জানান এ কার্যক্রমের মাধ্যমে সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নের ভ্র্যম্যমান কেন্দ্র সহ সর্বমোট ২৪২টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী প্রায় ৬৪৫২ জন, এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪১৪০৯ জন শিশু সহ সর্বমোট প্রায় ৪৮ হাজার শিশুকে এদিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।