পবার বড়গাছীতে বিতরণের কম্বল বন্টন
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৭:৩৩ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল বন্টন করা হয়েছে। শনিবার বিকালে বিতরণ জন্য উক্ত ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সাড়ে ৪শ’ কম্বল হস্তান্তর করা হয়।
উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমদাদুল হক এসব কম্বল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ সামশুল হক, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিমসহ বড়গাছী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।