জয়পুরহাটে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জয়পুরহাট পৌর মেয়রের উদ্দ্যেগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের নিজ অর্থায়নে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় ১০ হাজার অসহায় ও দরিদ শীতার্ত্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মাংনীপাড়া মহল্লার ৮০ বছরের আমেনা বেগমের মুখে উষ্ণ হাসি। এই তীব্র শীতের মধ্যে একটি কম্বল পেয়ে বেজায় খুশি তিনি। হাসিমুখে বললেন, ‘শীতে অনেক কষ্ট হচ্ছিল, রাতে আর কষ্ট পেতে হবে না, এখন অনেক ভালো লাগছে।’
পাঁচুরচক মহল্লার বৃদ্ধ আব্দুল খালেক বলেন, জয়পুরহাটে এমনিতেই শীত বেশি, শীতের কাপড় ছিল না। কম্বলটা পেয়ে বড় উপকার হল বাবা।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে আমার সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করেছি মাত্র। সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এইসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটানো সম্ভব।
কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল শদু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রানা কুমার মন্ডল প্রমুখ।