বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সুজানগর পৌরসভার শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সুজানগর পৌরসভার উদ্যোগে অসহায়, দুঃস্থ, এতিম, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) স্থানীয় শেখ রাসেল পৌর শিশু পার্ক চত্বরে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু,পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বাবুল আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ।
পরে অসহায়, দুঃস্থ, এতিম, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। পৌরসভা কার্যালয় সুত্রে জনাযায় প্রায় এক হাজার শীতার্ত মানুষদের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) প্রদান করা হয়।