চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বিদায়-বরণ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৭:৫২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বিদায়-বরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের নতুন জেলারকে বরণ ও বদলী (বিদায়ী) জেলারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কারাগারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃ্ন্দ।

শনিবার দুপুরে জেলা কারাগার চত্বরে বিদায়-বরণ অনুষ্ঠিত হয়।সহকারী জেলার রুবাইয়া সন্ধির সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়-বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও।

অনুষ্ঠানে বদলীজনিত কারণে বিদায়ী জেলার মোঃ শরিফুল ইসলামকে বিদায়ী এবং নব-যোগদানকৃত জেলার ইসমাইল হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় কারাগারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিদায়ী জেলার মোঃ শরিফুল ইসলাম বলেন, আপনারা সকলে ভাল থাকবেন এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন জেলার মোঃ ইসমাইল হোসেন খুব ভাল মানুষ। আশাকরি তিনি জেলা কারাগারের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবেন।

নব-যোগদানকৃত জেলার মোঃ ইসমাইল হোসেন বলেন, নতুন যোগদানে এসেই আপনাদের আন্তরিক ভালবাসায় আমি মুগ্ধ। আশাকরি দায়িত্ব পালনে আমরা সবাই সচেষ্ট থাকবো। কারাগারে শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

প্রধান অতিথি দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, এক জেলা হতে আরেক নতুন জেলায় যাওয়া আসা সরকারি চাকুরীজীবীদের নতুন কিছু নয়। তবে যেখানে আছি, সেখানে একটা ভালবাসা জন্ম নিয়ে ফেলে তাই ছেড়ে যেতে খুব কষ্ট হয়। মন না চাইলেও সরকারি দায়িত্ববোধ থেকেেই আমাদেরকে নতুন কর্মস্থলে যেতে হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে