শালবাগান বাজার পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ১২:০৬ পূর্বাহ্ণ |
শালবাগান বাজার পরিদর্শনে মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : নগরীর শালবাগান বাজার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে পরিদর্শনকালে পুরো বাজার ঘুরে দেখেন এবং শালবাগান বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর হতে নওহাটা পর্যন্ত ফোরলেন রাস্তা প্রশস্তকরণে শালবাগান বাজারে অস্থায়ীভাবে নির্মিত ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সঙ্গে আলোচনা করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের শালবাগান বাজার নির্মাণ না হওয়া পর্যন্ত পুনর্বাসনের বিষয়ে আশ্বাস প্রদান করেন মেয়র।

এ সময় ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান, শালবাগান বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদুর রহমান ও বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে