র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ১১:৪৭ পূর্বাহ্ণ |
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর মালিবাগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইকবাল হোসেন। এ সময় আহত হয়েছেন ইকবালের স্ত্রী ও শ্যালক।

র‌্যাবের দাবি, নিহত ইকবাল হোসেন মাদককারবারি।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালিবাগের রেলগেট এলাকার সোহাগ বাস কাউন্টারের সামনে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাব ২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ইয়াবার বড় চালান কক্সবাজার থেকে আসছে এমন গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেন।

ঘটনাস্থলে মাদক চোরাকারবারি ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল।

এ সময় র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে মাদক চোরাকারবারিরা প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ইকবাল।

এ ঘটনায় আহত হয়েছেন ইকবাল হোসেনের স্ত্রী ও শ্যালক। তাদের কাছ থেকে এক লাখেরও বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আহতরা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে