চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

সভায় জেলার আইনশৃঙ্খলা, আদিবাসীদের সুরক্ষা, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন শহর, নিরাপদ ঔষধ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে নবনিযুক্ত পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার)কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে