চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
সভায় জেলার আইনশৃঙ্খলা, আদিবাসীদের সুরক্ষা, নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন শহর, নিরাপদ ঔষধ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে নবনিযুক্ত পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার)কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।