রাণীনগরে স্কুল শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৪:৩১ অপরাহ্ণ |
রাণীনগরে স্কুল শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন প্রাং এর সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম।এ সময় রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে