পত্নীতলায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৬:১৪ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নজিপুর পৌরসভার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, নজিপুর বার্তার সম্পাদক ও বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, দৈনিক যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#