শিবগঞ্জের ৫৩ বিজিবির সুরক্ষিত সীমান্ত চাই জনসচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা হাঙ্গামী মোড়ে ৫৩ বিজিবির সুরক্ষিত সীমান্ত চাই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মনাকষা বিওপির হাবিলদার মো. রেজাউল, সাবেক মেম্বর মোঃ আব্দুল আখের, উপজেলা ছাত্র
লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সুবেদ আলী, তরুণ সাংবাদিক ও প্রভাষক মোঃ শামশুজ্জোহা বিদ্যুৎ ও গ্রামের সকল স্তরের মানুষ।
মানাকষা বিওপির হাবিলদার রেজাউল বলেন,মাদক,অস্এ ও চোরাচালান বন্ধ করার জন্য সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছেন।বিশেষ করে মাদককের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন।তিনি আরও বলেন যেহতু এই এলাকাগুলো সীমান্ত বর্তী তাই এই এলাকাগুলোতে মাদক,অস্এ ও চোরাচালানে ভরে গেছে।এগুলোকে নির্মুল করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে জনসচেতনতামূলক সভা করা হবে। অবশেষে তিনি গ্রামের সকল স্তরের মানুষকে মাদক,অত্র ও চোরাচালানি থেকে বিরত থাকতে বলেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।