আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন খোকন
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
পদ্মাটাইমস ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রদত্ত ক্ষমতা বলে তাকে এ পদে মনোনয়ন প্রদান করেন। রোববার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাঈদ খোকন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য। তবে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হন। তার বদলে মনোনয়ন পান ঢাকা-১০-এর সংসদ সদস্য ফজলে নূর তাপস। শনিবার থেকে এ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সাঈদ খোকন ঢাকার প্রয়াত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে।