পুঠিয়ায় ফেনসিডিলসহ দুইজন আটক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০; সময়: ১:২৬ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ১৩২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পবা হাইওয়ে পুলিশ।
সোমবার সকাল ৫ টার দিকে উপজেলার শিবপুর হাট কলাহাটা নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৩৮৮৭) থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নামোকালিগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু সাইদ (৩৭) এবং তেলকুপি এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (২৫) দুজনেই শিবগঞ্জ উপজেলার ।
পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, সকালে উপজেলার শিবপুর কলা হাটা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের যাত্রীকে তল্লাশি করে জনি ও সাইদ নামের দুইজনের কাছ থেকে বিশেষ কায়দায় রাখা ১৩২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।