বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেল তিন হাজার রোগী

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০; সময়: ১:৪৬ অপরাহ্ণ |
বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেল তিন হাজার রোগী

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের মুক্তি নগর দাখিল মাদ্রাসা মাঠে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে সেবা পেল প্রায় উপজেলার ৩ হাজার রোগী। গত ১১ জানুয়ারী থেকে ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর মাধ্যমে সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই চিকিৎসা সেবা চলবে ১৪ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে মুক্তি নগর দাখিল মাদ্রাসায় দেখাযায়, শত শত নারী-পুরুষ সাড়ি বেঁধে চিকিৎসা সেবা নিচ্ছেন। এলাকাবাসীকে এই চিকিৎসা সেবা দিতে এখানে চিকিৎসা সেবা প্রদান করছেন, বগুড়া সি এম এইচ কমাডান্ট ব্রিগেডিয়ার জেনারেল যোবায়ের, বগুড়া আর্মি মেডিকেল কলেজের প্রিনসিপাল নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল জেসমিন সুলতানা, ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর, সি এম এইচ বগুড়ার চক্ষু রোগ বিশেষজ্ঞ মেজর ফেরদৌস, শিশু রোগ বিশেষজ্ঞ মেজর নাজমুল, নাক. কান ও গলা বিশেষজ্ঞ মেজর নওশাদ ও মেডিক্যাল অফিসার ক্যাঃ তারেখ।

এসময় সার্বিক সহযোগিতা করেন আধাইপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে