নিয়ামতপুরে মাসিক সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাবিচা ইউপির চেয়ারম্যান ওবাইদুল হক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজজামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তবিবর রহমান উপস্থিত ছিলেন।
সমন্বয় সভা শেষে আইন শৃংখলা সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক, বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা, মানব পাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি বিষয়ক সভা, এবং উপজেলা ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।