গোদাগাড়ীতে পেষ্টিসাইড ডিলার এ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে পেষ্টিসাইড ডিলার এ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পেষ্টিসাইড ডিলার এ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী পেষ্টি সাইড এ্যাসোসিয়েশনের সভাপতি আকবর আলী মাষ্টারের সভাপতিত্বে সোমবার সরমংলা ইকোপার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আব্দুর রাজ্জাক খান, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খায়রুল ইসলাম, ওসি (তদন্ত) নৃত্যপদ দাস, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম. আব্দুল বাতেন, ট্রাফিক সার্জেন্ট মোস্তাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে