তিন ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পুরস্কৃত

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০; সময়: ৪:৫৪ অপরাহ্ণ |
তিন ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জে : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে ৩ ইউনিটে পুরস্কৃত করা হয়।

সোমবার সকালে ঢাকায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম(বার) এর হাতে পুরস্কার তুলে দেন।

এবার মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দ্বিতীয় হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। এ ছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

উল্লেখ্য, সদ্য বদলি হওয়া পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ এর কাজের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আজকের এ অর্জন।

এ ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথেও সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে