তানোরে পরোয়ানার আসামীসহ ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে পরোয়ানার আসামীসহ ইয়াবা ও হিরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তানোর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ প্রথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেন।
সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এরা হলেন, ১০পিস ইয়াবাসহ তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী জায়েদা বিবি (৪১), ৬ গ্রাম হিরোইনসহ মোহনপুর উপজেলার শ্যামপুর দক্ষিনপাড়া গ্রামের রেজাউল প্রামানিকের পুত্র মাহবুর রহমান (৩০), ও গ্রেপ্তারী পরোয়ানার আসামী তানোর উপজেলার খাড়িকুল্ল্যা গ্রামের সামাদ আলীর পুত্র শাহজাহান আলী (৩৫)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, তানোর থানা ও মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।