চাঁপাইনবাবগঞ্জে উপ-নির্বাচনে জেলা পরিষদের সদস্য হলেন আব্দুল মান্নান
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০; সময়: ৫:১৯ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মরহুম সাদরুজ্জামান চেয়ারম্যানের মৃত্যুর পর সেই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপ-নির্বাচনে তিন জন প্রার্থী অংশগ্রহণ করেন।
তিন ইউনিয়নে মোট ৩৯ টি ভোটের মধ্যে জেলা পরিষদের সদস্য পদে অটোরিক্সা প্রতিকে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতিকে সেলিম ১২ ভোট ও মুনিরা বেগম ৭টি ভোট পেয়ে পরাজিত হন। সোমবার কালিনগর উচ্চ বিদ্যালয়ে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।