চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার নির্মাণ হয়েছে। আমাদের নবজাগরণের প্রতীক, ঐতিহ্য, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কয়েক বছর থেকেই ১৩ জানুয়ারী ‘শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচীকরণ’ পালন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ‘শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচীকরণ’ কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার ‘শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচীকরণ’ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস।
এতে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য গোলাম ফারুক মিথুনসহ অন্যরা।
শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচীতে নবাবগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি দল, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ও মুক্তমহাদলের স্কাউট দল অংশ নেয়।