সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ,উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং, আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন এবং প্রতিটি পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসাবে নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।