মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ১১:১৫ পূর্বাহ্ণ |
মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

পদ্মাটাইমস ডেস্ক : জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেল চাপায় সোমবার এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম উছরত উল্লাহ, বয়স ৭৬। তিনি খাশিলা গ্রামের বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় কলকলিয়া ইউনিয়নের খাশিলা এলাকায় সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, ঘটনার সময় বৃদ্ধ উছরত উল্লাহ সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে রাণীগঞ্জ ইউনিয়নের দিকে যাওয়ার সময় ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান উছরত উল্লাহ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস। তবে ওই মোটরসাইকেলকে আটক করা কিংবা এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা সেসব বিষয়ে কিছু জানা যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে