বাগমারায় হেরিং বন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ৫:০২ অপরাহ্ণ |
বাগমারায় হেরিং বন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শংকরপৈ মোড় হতে শংকরপৈ উচ্চ বিদ্যালয় এবং শংকরপৈ মোড় হতে সৈয়দপুর আবুল কালাম আজাদের বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার হেরিং বোন্ড রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শংকরপৈ গ্রামে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

রাস্তাটির নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে আ’লীগ নেতা মাস্টার শ্যামল কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বন কর্মকর্তা জোনাব আলী, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান।

এ সময় উক্ত দুই রাস্তার নির্মাণকারী প্রতিষ্ঠান কেটিজেড ইন্টারন্যাশনাল এর ঠিকাদার জিয়াউল হক, ইদ্রিস আলী এবং মেসার্স আব্দুল গনির ঠিকাদার আব্দুল গনি, শংকরপৈ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার, আ’লীগ নেতা আব্দুল মজিদ শেখ, শাহরিয়া, আবুল কালাম আজাদ, আশিকুর রহমান সজল সহ শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানাগেছে, শংকরপৈ মোড় হতে শংকরপৈ উচ্চ বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার হেরিং বন্ড রাস্তা নির্মানে ব্যয় হচ্ছে ৫৪ লাখ টাকা। অপরদিকে ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে শংকরপৈ মোড় হতে সৈয়দপুর আবুল কালামের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার হেরিং বন্ড রাস্তা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে