রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাইডাস এসএমই মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের গ্রিনপ্লাজায় প্রধান অতিথি থেকে ফিতাকেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ।
কানাডা সরকারের সিএলএফআই প্রকল্পের আওতায় ৫দিনব্যাপী আয়োজিত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে। মাইডাসের উদ্যোগে ১৭ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে এ মেলার আয়োজন করা হয়।
নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন শেষে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির মধ্যে দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এ মেলার উদ্দেশ্য বলে জানান মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর।
https://youtu.be/8xwCoiBaEbA
উদ্বোধনকালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর ড. এএসএম মশিউর রহমানসহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।