দূর্গাপুরে ঘাসফুলের আয়োজনে শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ৫:০৯ অপরাহ্ণ |
দূর্গাপুরে ঘাসফুলের আয়োজনে শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দূর্গাপুরে ঘাসফুল সেবা সংস্থার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে মাদক, বাল্যবিবাহ, যৌতুক বিরোধী আলোচনা সভা এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার বিকেল তিনটার দিকে দূর্গাপুর পৌরসভা ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঘাসফুলের সভাপতি মো: ছালিমুদ্দিন, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কনা, ২নং কিসমত গনকৈর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন মোল্লা, ৩নং পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ, ৪নং দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে