নাগরিকত্ব আইন চায় না পশ্চিমবঙ্গের ৫৯ শতাংশ মানুষ: সমীক্ষা
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনে পশ্চিমবঙ্গের ৫৯ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। ৫১ শতাংশ মানুষ মনে করেন, এই আন্দোলনের ফলে রাজনৈতিক সুবিধা পাবে রাজ্যের শাসক দল তৃণমূল।
এবিপি আনন্দ এবং সিএনএক্সের যৌথ সমীক্ষায় এ ফল সামনে এসেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
এই রাজ্যের ৫০ শতাংশ মানুষ মনে করেন, ধর্মীয় বিভাজনের জন্যই মোদি সরকার নাগরিকত্ব আইন সংশোধন করেছে। আবার ৪৩ শতাংশের ধারণা, এতে লাভবান হবে বিজেপি।
৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা চান না দেশে নাগরিকপঞ্জি (এনআরসি) চালু হোক। অন্যদিকে এনআরসি চেয়েছেন।
এবিপি আনন্দের সমীক্ষাটি করা হয়েছে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার অর্থ্যাৎ প্রধানমন্ত্রী মোদির কলকাতা সফর এবং তার প্রতিবাদে শহর উত্তাল হওয়ার আগে। ২১৩৪ জনের সঙ্গে কথা বলা হয়েছে সমীক্ষায়।
সমীক্ষার ফলকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এতেই প্রমাণিত আমরা ঠিক পথে চলছি। আমাদের নেত্রী আন্দোলন সঠিক দিশায় পরিচালনা করতে জানেন।