তানোরে এবার বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : রাজশাহীর তানোরে গত রবিবার একটি ছাত্রাবাস থেকে সুজন আলী (২২) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধারের ঘটনার রেশ কাটটে না কাটতেই মঙ্গলবার আবারো এক বৃদ্ধার লাশ উদ্ধার করা করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামে নিজ ঘরে থেকে নাকে ডগাই ক্ষত অবস্থায় পাওয়া আব্দুল লতিব (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরন করেছে তানোর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান,আব্দুল লতিবের একটি ছেলে। ছেলের বৌ বাচ্চা হওয়ার জন্য মায়ের বাড়িতে গিয়েছে কয়েকমাস আগে। আর ছেলে তার বৃদ্ধ বাবা বাড়ি রেখে মাকে নিয়ে গত শনিবার বেড়ানোর উদ্যোশে গিয়েছিল আমনুরা বহরইল গ্রামে নানির বাড়িতে। মঙ্গলবার ছেলে বাড়িতে এসে দেখেন তার বাবা শয়ন কক্ষে মৃত অবস্থায় পড়ে আছে।

এদিকে বৃদ্ধার মৃত্যু নিয়ে গ্রামবাসির মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, বৃদ্ধা গত কাল সোমবার তাকে গ্রামের সবাই দেখেছে। তাহলে একরাতে মধ্যে মারা যাওয়ার পরেই কি ভাবে তার নাকের ডগায় ইঁদুর বা ছুচা খেয়ে ফেললো। সে যদি দুই বা তিন আগে মারা গিয়ে থাকে তবে লাশ পচন ধরার কথা। কিন্তু পচন ও ধরেনি। এমন নানা প্রশ্নের উত্তর খুজছেন তারা।

বৃদ্ধার ছেলে আসাদুল বলেন,তার বাবার হার্ড ,হাইপেশার সহ না জটিল রোগে ভুকছিলেন। তবে কি কারণে তার বাবা মৃত্যু হয়েছে এমন বিষয়ে কোন কিছু বলতে পারছেনা।

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান,ছেলে ও স্ত্রী তিন দিন বাড়িতে ছিলেন না। বৃদ্ধা একাই বাড়ি ছিল,তাই কবে মারা গেছেন তা বলা যাচ্ছে না। তবে,বৃদ্ধা শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও তার নাকের ডগায় ইঁদুরে বা ছুচা কামড়ানোর ক্ষত পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত করলেই পাওয়া যাবে মৃত্যুে কারণ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে