রাজশাহীতে জেলা পরিষদের সাড়ে চার হাজার কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ১০:০৭ অপরাহ্ণ |
রাজশাহীতে জেলা পরিষদের সাড়ে চার হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। এ অবস্থায় রাজশাহী জেলাজুড়ে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করছে রাজশাহী জেলা পরিষদ। জেলা পরিষদের সংশ্লিষ্ট এলাকার সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্যরা এসব কম্বল বিতরণ করবে। এছাড়া জেলা পরিরষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারও মহানগর এলাকায় কম্বল বিতরণে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব পরিষদের ২০ জন সদস্য ও নারী সদস্যদের প্রত্যেককে ১৯০ পিস করে কম্বল বুঝিয়ে দিয়েছেন। জেলার বিভিন্ন উপজেলায় তারা মোট ৩ হাজার ৮০০ পিস কম্বল বিতরণ করবেন। আর মহানগরের চারটি স্থানে ৭০০ পিস কম্বল বিতরণ করবেন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বুধবার থেকেই কম্বল বিতরণ শুরু হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে