বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ১০:০৮ পূর্বাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : রংপুরে তারাগঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি প্রসুন কান্তি দাস জানান, সৈয়দপুর থেকে অ্যাম্বুলেন্সটি রংপুরে যাচ্ছিল। পথে মহাসড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১০ জন।
আহতদের মধ্যে দুজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।