চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল-ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৮০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১৯৮ বোতল ফেনসিডিলসহ ২ জন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মহল্লার মৃত আব্দুর রশিদের ছেলে মো. রানা আলী (২৭) ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর ডাইংপাড়া এলাকার মো. আজগর আলীর ছেলে মো. রাজিব আলী (১৬)।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সুন্দরপুর বাগডাঙ্গার শুকনাপুর গ্রামে একটি আমবাগানের ভেতর ও শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাকিয়া এলাকার গ্রামীন ব্যাংকের পাশে কয়েকজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।
খবর পাবার পর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৬টার দিকে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐদুটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৪৮০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১৯৮ বোতল ফেনসিডিলসহ রানা ও রাজিবকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।