চাঁপাইনবাবগঞ্জে গুলিতে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে গুলিতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ঋণের দায়ে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে তিনি আত্মাহত্যা করেন। বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজার জনতা ব্যাংকের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠানের দোতলায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম এনামুল হক (৫০)। তিনি রড-সিমেন্ট ব্যবসায়ী। ব্যাংক ঋণে হতাশ হয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ ও তার পরিবারের লোকজন। নিহত এনামুল হক শহরের পুরাতন বাজারের সাজ্জাদ এন্ড সন্স এর মালিক এবং মৃত সাজ্জাদ আলীর ছেলে।

রাজশাহী থেকে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সিআইডির ক্রাইম সিনের ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থলে না আসা পর্যন্ত ভবনটি ঘিরে পুলিশ। পরে ক্রাইম সিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শেষে মৃতদেহ বের করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, এনামুল হক গুলিতে নিহত হয়েছেন। তিনি আত্মাহত্যা করেছেন না কেউ তাকে গুলি করেছে তা খুতিয়ে দেখা হচ্ছে। তবে ব্যাংকে তার প্রায় কোটি টাকা ঋণ রয়েছে। ঋণ খেলাপীর দায়ে মামলায় আজ তার হাজিরার দিন ছিল। এর আগেই তিনি গুলিতে মারা যান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে