বাগমারায় শ্রীপুর ইউনিয়ন মহিল লীগের বর্ধিত সভা

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
বাগমারায় শ্রীপুর ইউনিয়ন মহিল লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন মহিলা লীগকে শক্তিশালী করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, ওয়ার্ড আ’লীগগের সভাপতি আতিকুর রহমান স্বপন, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার বেগম প্রমুখ। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মহিলা আ’লীগ আ’লীগেরই সহযোগি সংগঠন। মহিলা লীগ শক্তিশালী হলে তৃণমূলে গতি সঞ্চার হবে। দেশের জনগোষ্ঠির অর্ধেক হচ্ছে মহিলা।

মহিলাকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। তাই দেশের উন্নয়নে নারীর ভূমিকা অনেক। সে কারণে শেখ হাসিনার নির্দেশনায় দেশ ও দলের স্বার্থে কাজ করতে হবে। দলের স্বার্থে মহিলা লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে