গোদাগাড়ীতে কোরআনের হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ৭:০৬ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাফেজিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম হাফিজিয়া মাদ্রাসায় উপস্থিত থেকে এসব হাফেজদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব একরামুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার মাসুম, বিশিষ্ট সমাজসেবক খাদেমুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা বাবুসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বলেন এবার শৈত্য প্রবাহ চলমান রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার গরীব মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি।এ দেশের কোরআনের হাফেজ সমাজের দর্পণ তাদের কষ্টের কথা বিবেচনা করেই আমি কোরআনের হাফেজদের মাঝে এসব বিতরণ করতে এসেছি। ভবিষ্যতে আমি সকল ধরনের মেহনতী মানুষের সেবা করে যাবো বলে মন্তব্য করেন।