পুঠিয়া সাঁওতাল পল্লীতে মুজিববর্ষ ও সাঁওতাল সম্প্রদায়ের সহরায় উৎসব উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
পুঠিয়া সাঁওতাল পল্লীতে মুজিববর্ষ ও সাঁওতাল সম্প্রদায়ের সহরায় উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ সাঁওতাল পল্লীতে মুজিববর্ষ ও সাঁওতাল সম্প্রদায়ের সহরায় উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতি অনুষ্ঠান, ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে আটভাগ গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ স্থানীয় সরকারের উপ পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকগাছি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাকবির হাসান, চিত্তরঞ্জন সাহা প্রমূক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে