রাসিকের সাবেক কাউন্সিলর মনির হোসেন দাফন সম্পন্ন

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ |
রাসিকের সাবেক কাউন্সিলর মনির হোসেন দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেনের জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব নগরীর শালবাগান সিএন্ডবি মাঠে অনুষ্ঠিত মরহুমের জানাযা নামাজে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়রুল আমিন আযব, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ।

জানাযা শেষে গোরাহাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে