ইমরানকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছেন মোদি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ১০:০৬ পূর্বাহ্ণ |
ইমরানকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছেন মোদি

পদ্মাটাইমস ডেস্ক : অধিকৃত জম্মু-কাশ্মীর রাজ্যের ৩৭০ ধারা বাতিলের পর এ নিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরের ঘটনা নিয়ে পাকিস্তানের চাপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এছাড়া সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দু দেশের সেনাদের মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময়ের ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন সেনাও নিহত হয়েছে। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ বছরের শেষে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাতে পারে ভারত। বছরের শেষ নাগাদ ভারতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)’র বার্ষিক সম্মেলন। তাতে যোগ দিতেই ইমরানকে আমন্ত্রণ জানানোর কথা উঠে আসছে।

ইউরেশিয়া অঞ্চলের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে ২০০১ সালে সাংহাইয়ে এক সম্মেলনে এসসিও তৈরি হয়। ভারত প্রথমে পর্যবেক্ষক দেশ হিসেবে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালে স্থায়ী সদস্যের পদ লাভ করে। একই বছর সদস্য হয় পাকিস্তানও।

এ বছর প্রথমবারের মতো সেই এসসিও-র বার্ষিক সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত। রোববার সেই সূত্রে চার দিনের সফরে দিল্লি পৌঁছেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ভ্লাদিমির নরভ। গত সোমবার এক টুইটে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মোদি সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছেন, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে আমন্ত্রণ করার কথা ভারতের। তাই রীতি মেনে তাকে আমন্ত্রণবার্তা পাঠানো হতে পারে। তবে ইমরান শেষ পর্যন্ত আসবেন কি না, তা ঠিক করবে ইসলামাবাদই। ইমরানের প্রতিনিধি হিসাবে পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠাতে পারে পাকিস্তান।

ওই কর্মকর্তা আরো জানান, সম্মেলন হতে এখনও অনেক দেরি । আর ততদিনে ভারত-পাকিস্তানের সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে বলেও আশা করা যায়। তখন স্বাভাবিকভাবেই ইমরান খানকে ভারত সফরের আমন্ত্রণ জানাতেই পারেন মোদি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে