সোলাইমানি হত্যার পর ইসরাইলে প্রথম রকেট হামলা
পদ্মাটাইমস ডেস্ক : হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলে চারটি রকেট আঘাত হেনেছে। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর বুধবার এই প্রথম রকেট পড়লে অবৈধ রাষ্ট্রটিতে।
এক টুইট বার্তায় ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ইসরাইলে চারটি রকেট ছোড়া হয়েছে। কিন্তু মধ্য আকাশেই দুটি রকেট বিধ্বস্ত করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
বাকি দুটো কোথায় গিয়ে পড়েছে, তা জানায়নি দখলদার সামরিক বাহিনী। জবাবে হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা।
ইসরাইলি সামরিক বাহিনী বলছে, উত্তর গাজায় হামাসের অস্ত্র উৎপাদন স্থান, একটি সামরিক কম্পাউন্ডসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইহুদিবাদী দেশটির যুদ্ধবিমান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সমুদ্রের কাছে হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। হামাসকে সমর্থনকারী ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি।
গত সপ্তাহে অবৈধ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান আঘাত হানলে মারাত্মকভাবে তার জবাব দেয়া হবে।
তবে সোলাইমানিকে হত্যার নিন্দা জানালেও কোনো প্রতিশোধের কথা বলেনি হামাস নেতৃবৃন্দ।