বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়ন ছাত্রলীগ ও পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর উপলক্ষে বৃহস্পতিবার পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ মাঠে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

নরদাশ ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক রাসেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ এর উপাধাক্ষ আব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী বকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ ছাত্রলীগ এর সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সহ-সভাপতি সাব্বির রহমান রাকিব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাফিকুল ইসলাম, মাসুম রানা, মোস্তফা, এমরান আলী, মুক্তার হোসেন, ফরহাদ হোসেন, আশিকুর, হাসিবুর রহমান,রাকিব, নজরুল, নাঈম সহ ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে