বড়াইগ্রামে ইউনিয়ন আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে একই স্থানে আওয়ামীলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল বাজার ও তৎসংলগ্ন এলাকায় সকালে ইউএনও আনোয়ার পারভেজ রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী জানান, বিকেলে জোনাইল বাজারে আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ডাকা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের। কিন্তু নিয়ম বর্হিভুত ভাবে দলীয় এবং আইনশৃংখলা বার্হিভুত ভাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ত্রি-বার্ষিক সম্মেলন ডাকেন।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, একই মাঠে দুই পক্ষ সভা ডাকায় আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির শঙ্কায় রাত ১২ পর্যন্ত সকল সভা-সমাবেশ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।