সিরাজগঞ্জে স্বপন মির্জাকে মানব মুক্তির সম্মাননা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে স্বপন মির্জাকে মানব মুক্তির সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে চরাঞ্চল্যের মানুষের দুর্যোগে দুর্ভোগ ও সাফল্য গাঁথা নিয়ে একুশে টেলিভিশনে ভুমিকা রাখায় টিভির প্রতিনিধি স্বপন মির্জাকে স্বনামধন্য উন্নয়ন সংস্থা মানব মুক্তি সম্মাননা প্রদান করেছে। সংস্থার অগ্রযাত্রার ৩৬ বছর পুর্তী উপলক্ষে বুধবার রাতে সয়দাবাদে তাদের প্রধান কার্যালয়ে অনারম্বরপুর্ন অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক হাবীবুল্লাহ বাহার ও পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রব।

এসময় হাবীবুল্লাহ বাহার বলেন, একুশে টেলিভিশনে দূর্যোগে যমুনার চরাঞ্চলের বিপন্ন মানুষের অসহায়ত্ব তুলে ধরে দেশ তথা বিশ্ব দরবারে সহানুভূতি জাগিয়ে তোলার কারনে পুনারায় তারা ঘুরে দাঁড়াতে সহায়তা পেয়েছে। এছাড়া চরের সুবিধা বঞ্চিত মানুষের সাফল্য গাঁথা ও ফুড ব্যাংকের মত ব্যতিক্রমী উদ্যোগও একুশে টিভির কল্যানে প্রকাশে বিশ্ব জুড়ে তোলপাড় ও সহযোগীতা পেতে উৎসাহ জুগিয়েছে। এজন্য এর মুল প্রশংসার দাবিদ্বার স্বপন মির্জার। তাই তাকে আমরা ভাল কাজে উৎসাহিত করতেই এ সম্মাননা প্রদান করেছি।

এদিকে মানব মুক্তি সংস্থার ৩৭ বছরে পদার্পন উপলক্ষে একুশে টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে শুচ্ছেচ্ছা জানানো হয়েছে কর্তৃপক্ষকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে