লালপুরে ট্রাক চাপায় বাই সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৫:৪৪ অপরাহ্ণ |

„নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের বনপাড়া-পাবনা সড়কের লালপুর উপজেলার গোদড়া এলাকায় ট্রাক চাপায় সাহাদুল ইসলাম (৩২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাহাদুল বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকার হালিম মোল্লার ছেলে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সোয়া ৭টার দিকে লাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত সাহাদুল কদিমচিলান এলাকার একটি ইটভাটায় কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বাই সাকেল যোগে ইটভাটায় যাবার পথে গোদড়া এলাকায় পাবনাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে লালপুর থানায় একটি মামলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে