চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সভায় ১৮ জনকে পুরস্কার ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সভায় ১৮ জনকে পুরস্কার ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)। নব যোগদানকৃত পুলিশ সুপারের এটি প্রথম মাসিক সভা।

জেলা পুলিশের সকল সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার আবদুর রকিব।

শেষে ভাল কাজের জন্য ১১ জন অফিসারকে পুরস্কার, ৫ জনকে বদলীজনিত বিদায় ও ২ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএএম ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুল রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) নিসাত তাবাসসুম, শীপ্রা রানী দাস।

আরো উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দীন সরদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএমসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে